খাগড়াছড়িতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা কলেজ রোডের প্রজাটিলাস্থ এলাকার ঝিরি থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতনামা এক উপজাতীয় ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ৬ ডিসেম্বর সকাল ৯টার দিকে স্থানীয়রা একটি লাশ পরে আছে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে গুইমারা থানা পুলিশ ও সেনা বাহিনী গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে তাকে অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে এনে ফেলা হতে পারে। তার ঘাড়ে ও ডান হাতে বেশ কয়েকটি জখম করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাদাত হোসেন টিটো বলেন, কারা কেন বা কী কারণে হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে লাশটির পরিচয় পাওয়া না গেলেও অজ্ঞাতমানা কয়েকজনকে আসামী করে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।