
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় নাগরিক সেবা প্রদানে অনিয়ম, দলীয়করণ ও হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে সমাবেশ শেষে পৌর প্রশাসক বরাবর ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও দেন দলটির নেতাকর্মীরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— পৌরসভার টিএসসি কমিটি বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠন; জন্মনিবন্ধন, মৃত্যু ও ওয়ারিশ সনদের মতো সেবা পেতে হয়রানি বন্ধ; রাজনৈতিক প্রতিহিংসামূলক তালিকা বাতিল করে পূর্বের বৈধ তালিকা পুনর্বহাল; প্রকৃত দরিদ্রদের মাঝে টিনের কার্ড বিতরণ নিশ্চিত করা; পৌরসভার নিয়োগে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ এবং পৌর এলাকার অবহেলিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “পৌরসভা আজ একটি পক্ষের নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ ন্যায্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে পৌর ইঞ্জিনিয়ার সালমা খাতুনের মাধ্যমে পৌর প্রশাসক বরাবর স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিএনপি নেতা জাকির হোসেন, আবদুল শুক্কুর, ওহিদুল আলম এবং তকিবুল হাসান চৌধুরী।
