চবি এলামনাইর ঈদ পুনর্মিলনী পেছাল, ১৮ জুলাই দোয়া মাহফিল


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন তাদের ঈদ পুনর্মিলনীর তারিখ পিছিয়ে আগামী ৮ অগাস্ট নির্ধারণ করেছে।

এর আগে ‘জুলাই বিপ্লবে’র শহিদদের স্মরণে এবং আহতদের আরোগ্য কামনায় আগামী ১৮ জুলাই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে সংগঠনটি।

মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসোসিয়েশনের আহ্বায়ক মো. আসলাম চৌধুরী।

তিনি বলেন, “বিভক্তি, মতানৈক্য ও বিভ্রান্তির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন দীর্ঘদিন স্থবির হয়ে পড়েছিল। সর্বস্তরের প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুরোধে আমি আহ্বায়কের দায়িত্ব নিয়ে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি।”

একটি ‘অদৃশ্য চক্র’ এখনও বিভাজনের ‘কূটকৌশলে’ লিপ্ত আছে অভিযোগ করে আসলাম চৌধুরী বলেন, “তারা চায় না আমরা এক হই, তারা চায় না বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা একটি শক্তিশালী, সার্বজনীন ও কার্যকর সংগঠনে পরিণত হোক। আমাদের স্লোগান ‘ঐক্যই শক্তি, বিভাজন নয়’।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রথমে ৪ জুলাই হওয়ার কথা থাকলেও ‘বৃহৎ ঐক্য ও সবার অংশগ্রহণের স্বার্থে’ তা পিছিয়ে ৮ অগাস্ট নির্ধারণ করা হয়েছে।

নগরীর জিইসি কনভেনশন হলে এই পুনর্মিলনী এবং ১৮ জুলাইয়ের দোয়া মাহফিল উভয়ই অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, পুনর্মিলনী আয়োজনের জন্য মোহাম্মদ একরামুল করিমকে আহ্বায়ক ও কামরুল হাসান হারুনকে সদস্য সচিব করে ১০১ সদস্যের একটি উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। এর অধীনে নয়টি উপ-কমিটি কাজ করছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, এলামনাই আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবের রহমান শামীম, সদস্য সচিব কামরুল হাসান হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।