
পটিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করার পর রেঞ্জ ডিআইজির আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা।
বুধবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে একটি সংগঠনের কর্মীরা নগরীর জাকির হোসেন সড়কে ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেন। এতে নগরীর খুলশী, জিইসি, একে খান সড়কসহ বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
আন্দোলনকারীরা জানান, বিকেলে তারা ডিআইজি কার্যালয়ের সামনে জড়ো হয়ে ডিআইজি আহসান হাবীব পলাশকে নিচে নেমে এসে সরাসরি কথা বলার দাবি জানান। ডিআইজি পাঁচজন প্রতিনিধিকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠালে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে প্রথমে খুলশী থানার ৪ নম্বর সড়ক এবং পরে মূল জাকির হোসেন রোড অবরোধ করেন।
অফিস ছুটির সময়ে এই অবরোধের ফলে জিইসি থেকে একে খান অভিমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিআইজি আহসান হাবীব পলাশ কার্যালয় থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, “ওসিকে (জায়েদ নূর) প্রত্যাহার করা হবে। অন্য দুই পুলিশ কর্মকর্তার (সার্কেলের এএসপি ও অতিরিক্ত পুলিশ সুপার) বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অনুমোদনের পরই সম্ভব। সে বিষয়ে হেডকোয়ার্টারে জানানো হবে।”
ডিআইজির এই প্রতিশ্রুতির পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এনসিপি চট্টগ্রামের সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, “ডিআইজি আমাদের আশ্বস্ত করেছেন। তাই আপাতত কর্মসূচি স্থগিত করেছি। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় দিয়েছি, দাবি না মানলে আবারও রাজপথে ফিরব।”
এর আগে দুপুরে পটিয়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও লিখিত আশ্বাস না পাওয়ায় তা ব্যর্থ হয়।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার বলেন, “তাদের দাবিগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। ওসিকে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
