
কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ল্যাব ও ফার্মেসিতে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
অভিযানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জায়নুল আবেদীন এবং পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চকরিয়া পৌর সদরের বেশ কয়েকটি চিকিৎসা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। লাইসেন্সবিহীন কার্যক্রমসহ বিভিন্ন অনিয়মের দায়ে শেভরন হাসপাতাল, শেভরন ল্যাব ও লাইফ ডেন্টাল কেয়ারকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, জমজম হাসপাতালকে নবজাতক ও মাতৃস্বাস্থ্য বিষয়ক সব ধরনের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন বলেন, “অধিদপ্তরের নির্দেশে পৌর এলাকার বিভিন্ন হাসপাতাল, ল্যাব, ফার্মেসি ও অনুমোদনহীন চেম্বারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
