আ.লীগ আমলে নিয়োগ পাওয়া সব ওসিকে বরখাস্তের দাবি


আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বরখাস্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরীর ষোলশহরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

খান তালাত মাহমুদ রাফি বলেন, “পুলিশ বাহিনীতে দৃশ্যমান সংস্কার প্রয়োজন। আওয়ামী লীগ আমলে থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা সবাইকে বরখাস্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।”

সংবাদ সম্মেলন থেকে পুলিশের সংস্কারসহ চার দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

দাবিগুলো তুলে ধরেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইর হাসান।

দাবিগুলো হলো:

* পটিয়া থানা থেকে সদ্য প্রত্যাহার হওয়া ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে স্থায়ী বহিষ্কার ও বিচার এবং তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।

* চট্টগ্রামের পুলিশ সুপারকে (এসপি) অপসারণ।

* পুলিশ বাহিনীতে সংস্কারের নির্দেশনা প্রদান।

* যেকোনো থানায় আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের কাউকে ‘চিহ্নিত’ করা হলে তাকে শর্তহীনভাবে গ্রেপ্তার করতে হবে।