
চট্টগ্রামের বাঁশখালীতে কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার আটক করার পর মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলোর মালিকপক্ষকে জরিমানা এবং একজন ড্রেজার চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের একটি টহল দল ড্রেজার দুটি আটক করে। পরে রাতে বাঁশখালী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযোগ উঠেছে, বাঁশখালী উপজেলা বিএনপির এক নেতার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ’ ড্রেজার দুটি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এসব বিষয়ে জানার জন্য বিএনপির ওই নেতাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের খাটখালী জোনের একটি টহল দল কুতুবদিয়া চ্যানেলের মনুমিয়াজী ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় প্রশাসনের অনুমোদনপত্র দেখাতে না পারায় ড্রেজার দুটিসহ ৭-৯ জন শ্রমিককে আটক করে খাটখালী ঘাটে নিয়ে আসা হয়।
পরে রাত ৮টার দিকে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজারকেই ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একটি ড্রেজারের মালিকপক্ষ জরিমানার অর্থ পরিশোধ করায় মুচলেকা নিয়ে সেটিকে ছেড়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “অপর ড্রেজারের জরিমানা পরিশোধ না করায় সেটিকে জব্দ করে কোস্ট গার্ডের হেফাজতে দেওয়া হয়েছে এবং সেটির মাঝি মো. ইউসুফকে (৪৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।” দণ্ডপ্রাপ্ত ইউসুফ ভোলা জেলার চরফ্যাশনের বাসিন্দা।
