জুলাই অভ্যুত্থান স্মরণে রাঙ্গুনিয়ায় জামায়াতের খাবার বিতরণ


জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামী এতিম ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদ। তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহিদদের মাগফিরাত কামনা এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আজকের এই আয়োজন।”

রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শওকত হোসেন বলেন, “এই উদ্যোগের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ২০২৪ সালে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠা করে। সেই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীও রাজনৈতিক ও সামাজিক অবস্থান পুনর্গঠন করছে।”

খাবার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা রাঙ্গামাটি জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।