
আমদানি-রপ্তানির শুল্ক-কর পরিশোধের জন্য ‘এ-চালান’ নামে একটি স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ব্যবস্থার ফলে ব্যবসায়ীরা এখন থেকে ডেবিট-ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে শুল্ক-কর জমা দিয়ে দ্রুততম সময়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এনবিআরের যৌথ এই উদ্যোগে আমদানিকারক, রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা এই সুবিধা পাবেন।
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ-চালান একটি ওয়েবভিত্তিক ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবহারকারীরা ঘরে বসেই ডেবিট বা ক্রেডিট কার্ড এবং রকেট, বিকাশ, নগদ, উপায়, এমক্যাশ ও ট্রাস্টপে’র মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে শুল্ক-কর জমা দিতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হলে সিস্টেম থেকে পাওয়া একটি রসিদ নম্বর দেখিয়েই বন্দর থেকে পণ্য খালাস করা যাবে।
এনবিআর আরও জানায়, বিদ্যমান ব্যবস্থায় দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে শুল্ক জমা দিতে হতো এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা হতে কয়েক দিন সময় লেগে যেত। নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থার ফলে এখন দিন-রাত যেকোনো সময় অনলাইনে শুল্ক জমা দেওয়া যাবে এবং সেই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হবে।
গত এপ্রিল মাসে ঢাকার আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথমবারের মতো এই পদ্ধতিতে শুল্ক আদায়ের পাইলট প্রকল্প শুরু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের প্রধান কাস্টমস হাউস চট্টগ্রামেও এই ব্যবস্থা চালু হয়েছে। আগামী সোমবার (৭ জুলাই) থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস হাউসে এ ব্যবস্থা একযোগে চালু হবে বলে জানিয়েছে এনবিআর।
