সাতকানিয়ায় হাতির আছাড়ে প্রাণ হারালেন কৃষক


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সাদেক হোসেন (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের মধ্যম দুরদুরী ঘোনা পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাদেক হোসেন চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুরদুরী সেন্টার এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, রাতে একটি বন্য হাতির দল পাহাড় থেকে নেমে লোকালয়ে হানা দিলে গ্রামবাসীরা টর্চ লাইট ও বাঁশির শব্দ করে সেগুলোকে তাড়িয়ে দেয়।

তিনি বলেন, “হাতির পাল চলে গেছে ভেবে সাদেক হোসেন নিজ বাড়ির পথে রওনা হন। কিন্তু পথিমধ্যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি হাতি হঠাৎ তার ওপর আক্রমণ চালায়। হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে আছড়ে ফেললে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

বন বিভাগের মাদার্শা কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, “সাতকানিয়ার এওচিয়া, চরতী ও মাদার্শা এলাকার পাহাড়ে দীর্ঘদিন ধরে একটি বন্য হাতির দল অবস্থান করছে। খাবারের খোঁজে তারা প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসে। শুক্রবার রাতেও তেমনটাই ঘটেছিল।”

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিবারকে বন বিভাগে ক্ষতিপূরণের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন পাওয়ার পর সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।