
সামাজিক ও অরাজনৈতিক সংগঠন আদর্শ নাগরিক ফোরামের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আবদুর রহিমকে সভাপতি এবং আবু ওবাইদা আরাফাতকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রোববার (৬ জুলাই) নগরীর চকবাজারস্থ কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠিত হয়।
মহানগর কমিটির আহ্বায়ক মো. আবদুর রহিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু ওবাইদা আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন আদর্শ নাগরিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ বাহার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন সাজ্জাদ উদ্দিন ও সাবেক সভাপতি এম ওসমান গণি।
নতুন ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মো. আসাদুল্লাহ খালিদ ও মো. শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. এনামুল হক, অফিস সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আরিফুর রহমান এবং সদস্য হাফেজ মাহমুদুল হাসান, মোহাম্মদ আলী ও এম এ কাশেম।
উল্লেখ্য, ২৫ বছরের পুরোনো এই সংগঠনটি বিগত দিনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, খৎনা ক্যাম্প ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনহিতকর কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
