ফেসবুকে মাদকবিরোধী লেখালেখি, যুবদল নেতার ওপর হামলা


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার জেরে এক যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত মো. ইয়াকুব নামে ওই নেতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ জুলাই) উপজেলার লালানগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহত মো. ইয়াকুব লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত ইয়াকুব জানান, সম্প্রতি তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক পোস্ট দিচ্ছিলেন। এর পাশাপাশি তিনি বিষয়টি প্রশাসনকেও অবহিত করেছিলেন।

তিনি অভিযোগ করেন, এরই জেরে রোববার কয়েকজন তাকে একা পেয়ে হামলা চালায়। হামলায় তার পা ও হাতে আঘাত লেগেছে এবং তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

লালানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এইচ সুমন বলেন, “ইয়াকুব মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ায় এবং এ নিয়ে ফেসবুকে লেখালেখি করায় মাদকসংশ্লিষ্ট ব্যক্তিরা তার ওপর ক্ষিপ্ত ছিল। তারা তর্কে জড়িয়ে একপর্যায়ে তাকে একা পেয়ে হামলা চালায়।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের দলের নেতার ওপর এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”