হাটহাজারীতে ছড়া দখল চক্র ফের সক্রিয়, প্রশাসনের অজুহাত ‘লেবার সংকট’


চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আবারও একটি গুরুত্বপূর্ণ ছড়া দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন ‘মরা ছড়া’র একটি অংশ ভরাট করে দখলের চেষ্টা চললেও ‘লেবার সংকটের’ কারণে ব্যবস্থা নিতে পারছে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ছড়াটির একাংশে নতুন করে ইটের খোয়া ফেলে ভরাট করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র গত কয়েক মাস ধরেই ছড়াটি দখলের পাঁয়তারা করছে।

ওই এলাকার ব্যবসায়ীরা জানান, সরকারহাট বাজারের পশ্চিম পাশের উঁচু এলাকাগুলোর পানি নিষ্কাশনের প্রধান পথ এই মরা ছড়া। এটি ভরাট হয়ে গেলে আসন্ন বর্ষায় বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “এর আগেও এই ছড়া দখলের চেষ্টা হয়েছিল। প্রশাসন তখন এসেছিলো। কিন্তু এখন আবার নতুন করে ময়লা আর ইটের খোয়া ফেলে দখল করা হচ্ছে। আমরা বারবার জানিয়েও কোনো লাভ পাচ্ছি না।”

এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাগির হোসেন বলেন, “ছড়ায় ইটের খোয়া ফেলার বিষয়টি সত্য। তবে কে বা কারা এই কাজ করছে, তা আমার জানা নেই।”

ছড়া দখলের বিষয়ে ইউনিয়ন পরিষদ অবগত থাকা সত্ত্বেও দখলকারীদের চিহ্নিত করতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে, উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রশাসনকে জানানোর পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, “আমি দুইবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু লেবার সংকটের কারণে ছড়া দখল করতে ফেলা ইটের খোয়াগুলো অপসারণ করা সম্ভব হয়নি।”
তিনি দ্রুত ছড়াটি দখলমুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগেও বিভিন্ন সময়ে হাটহাজারীর খাল ও ছড়া দখলের অভিযোগ উঠেছে। পরিবেশবিদরা বলছেন, এসব জলাধার ভরাট হওয়ায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসনের এমন ‘অজুহাত’ জলাধার রক্ষায় তাদের সদিচ্ছাকেই প্রশ্নবিদ্ধ করে বলে মনে করছেন তারা।