
কক্সবাজারের হিমছড়ি সৈকতে উত্তাল সাগরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে; এ ঘটনায় তার আরও দুই সহপাঠী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সকাল সাতটার দিকে হিমছড়ি সৈকত পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
নিহত কে এম সাদমান রহমান (২১) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার মিরপুর এলাকার কে এম আনিছুর রহমানের ছেলে।
নিখোঁজ দুজন হলেন একই বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাদের দুজনের বাড়ি বগুড়া জেলায়। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান বলেন, “পরীক্ষা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বন্ধু কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে তিনজন হিমছড়ি সৈকতে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যান।”
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
পরিদর্শক গাজী আতাউর রহমান আরও বলেন, “কিছুক্ষণ পর সাদমানের মরদেহ তীরে ভেসে আসে। নিখোঁজ বাকি দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “ঘটনাটি জানার পরই আমরা কক্সবাজারের পর্যটন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের শিক্ষকরাও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।”
সহপাঠীরা জানান, সোমবার তাদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়। এরপরই তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
