ছিন্নভিন্ন অবস্থায় মিলল ব্যক্তির এক লাশ, পাশে হাতির পায়ের ছাপ


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে অজিত বড়ুয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের একটি বৌদ্ধবিহারের পাশ থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অজিত বড়ুয়া দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফলাহারিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলে যাওয়া দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন বলেন, “নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা তাকে সোমবার একটি দোকানে চা খেতে দেখেছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে পদুয়া জ্ঞান শরণ বৌদ্ধ বিহার এলাকার পাশে তার খণ্ড-বিখণ্ড লাশ পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “আশপাশে হাতির পায়ের অনেক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বন্য হাতির দল তাকে একা পেয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করেছে, এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।”

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।