
চট্টগ্রামের পটিয়ায় একটি অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং কারখানায় অভিযান চালিয়ে ৫১২টি গ্যাস বোতল ও সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (৯ জুলাই) ভোরে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়া এলাকার একটি কারখানায় পটিয়া সেনা ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। তবে অভিযানের সময় কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এই কারখানাটির মালিক চন্দনাইশ উপজেলার বাসিন্দা আবদুর রহিম। তিনি চন্দনাইশ থানা পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য সীমান্তবর্তী এলাকা পটিয়ার মুজাফরাবাদে এই গ্যাস ফিলিং কারখানাটি চালু করেন বলে অভিযোগ রয়েছে।
পটিয়া সেনা ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালিয়ে সরকারি ও বিভিন্ন কোম্পানির পুরোনো বিপুল সংখ্যক গ্যাস বোতল জব্দ করে। সিলিন্ডার ছাড়াও গ্যাস রিফিল করার একটি এয়ার মেশিন ও অন্যান্য যন্ত্রপাতিও উদ্ধার করা হয়।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান চালিয়েছে এবং অভিযানে থানা পুলিশ তাদের সহায়তা করেছে।
