
চট্টগ্রাম বন্দরের কারণেই বাংলাদেশ সারাদেশে পরিচিত এবং আমদানি-রপ্তানির মাধ্যমে এই বন্দর দেশকে সচল রাখছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) শ্রমিক-কর্মচারীরা এই বন্দরের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
বুধবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে বাংলাদেশ সিএন্ডএফ কর্মচারী ফোরামের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশবিদ নজরুল ইসলাম সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবা করার জন্য সিএন্ডএফ কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
ফোরামের সভাপতি মুহাম্মদ ফোরকান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ২৮ নম্বর ওয়ার্ডের আমীর কবির আহমদ এবং সিএন্ডএফ ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান।
