চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ঘটনায় গত সোমবার রাতে এহতেশামুল হক ওরফে ভোলা (৪১) সহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, নগরীর বাকলিয়া এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলা ও মনির নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে ভোলাকে এবং মঙ্গলবার ভোররাতে মনিরকে গ্রেফতার করা হয়। মনিরের কাছে একটি বিদেশী পিস্তল, পয়েন্ট থার্টি টু বোরের একটি দেশীয় তৈরী রিভলবার, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড পয়েন্ট থার্টি টু বোরের গুলি পাওয়া যায়।
পুলিশ জানায়, নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকার মৃত সিরাজুল হকের ছেলে এহতেশামুল হক ওরফে ভোলা। অন্য আসামি মোঃ মনির হোসেন কুমিল্লার মুরাদনগর থানার জানঘর এলাকার মৃত ওহিদ মিয়ার ছেলে; তবে মনির বাকলিয়ার রাজাখালী এলাকায় বসবাস করতেন।
দেবদাস ভট্টাচার্য্য বলেন, মাহমুদা হত্যা মামলায় ইতিমধ্যে গ্রেফতার হওয়া দুই আসামি আনোয়ার ও ওয়াসিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, হত্যায় ব্যবহারের জন্য ভোলা দুটি অস্ত্র সরবরাহ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ভোলাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মনিরকে গ্রেফতার করা হয়।
পুলিশ কর্মকর্তা দেবদাস ভট্টাচার্য্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভোলা জানায়, মিতু হত্যায় সে অস্ত্র সরবরাহ করলেও হত্যার সময় সে ঘটনাস্থলে ছিল না। হত্যাকান্ডের জন্য অস্ত্র সরবরাহের পর কাজ শেষে অস্ত্রগুলো ফেরত নেয় সে। পরে অস্ত্রগুলো মনিরের কাছে গচ্ছিত রাখে। অস্ত্রদাতা হিসেবে ভোলাকে মিতু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কার নির্দেশে হত্যাকান্ডটি ঘটানো হয়েছে এ ব্যাপারে জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এছাড়া তার বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু মিতু হত্যার সঙ্গে মনিরের সংশ্লিষ্টতা না থাকায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়নি। তবে তার নামেও বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, এহতেশামুল হক ওরফে ভোলার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। এরমধ্যে ৩টি হত্যা মামলা। অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সাঁজাপ্রাপ্ত আসামি ভোলা। সোমবার রাতে অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও মনিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
দুপুরে প্রেস বিফ্রিংয়ে দেবদাস ভট্টাচার্য্য জানিয়েছিলেন, মাহমুদা হত্যা মামলায় ভোলাকে গ্রেফতার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। এরপর মঙ্গলবার বিকেলে ভোলা ও মনিরকে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, অস্ত্র আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। এ বিষয়ে শুনানির জন্য পরবর্তীতে দিন নির্ধারণ করা হবে জানিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে নগরীর জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। হত্যাকান্ডের দুইদিন পর বাবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। এ মামলায় দুই আসামি মোতালেব মিয়া ওরফে ওয়াসিম ও মোঃ আনোয়ারকে গত শনিবার গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এরপর রোববার রাতে তারা দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
