আগুনে পুড়ল দেশের ৭০% জুতার ফোম সরবরাহকারী কারখানা


চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে জুতা তৈরির ফোম প্রস্তুতকারক একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের জুতা শিল্পের প্রায় ৭০ শতাংশ ফোমের জোগান দিত বলে পরিচিত এই কারখানাটি।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ‘জায়ান্ট একসেসোরিজ লিমিটেড’ নামের ওই কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বিশেষ অর্ডারের কারণে সাপ্তাহিক ছুটির দিনেও কারখানায় কাজ চলছিল। এ সময় প্রায় ৫০ জন শ্রমিক কারখানায় কর্মরত ছিলেন। কারখানার একটি যন্ত্রাংশের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে রাসায়নিকের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, “কারখানায় রাসায়নিক পদার্থ থাকায় প্রথম দিকে আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

কর্তৃপক্ষ জানায়, এই কারখানায় প্রতিদিন প্রায় ১২ হাজার কেজি ফোম ও স্পঞ্জ উৎপাদন হতো, যা দেশের জুতা শিল্পের একটি বড় চাহিদা পূরণ করত।