
চট্টগ্রামে একদিনে ২৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি জুলাই মাসেই ১৪১ জন ডেঙ্গু আক্রান্ত হলেন।
শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী। এ বছর চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৫৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুজন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, “এই সময়ে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকেও সতর্ক থাকতে হবে।”
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় শারীরিক কোনো অস্বাভাবিকতা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানান তিনি।
