ক্যাম্প চট্টগ্রামে, ‘এ’ দলের সঙ্গে এইচপির ৩ ম্যাচ


অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে প্রস্তুতি হিসেবে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। অগাস্টের শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে এই সিরিজটি অনুষ্ঠিত হবে।

এইচপির ম্যানেজার জামাল বাবু শনিবার এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যাচ তিনটি ১, ৩ ও ৫ অগাস্ট অনুষ্ঠিত হবে। এরপর ‘এ’ দল ৯ অগাস্ট অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বে।

রাজশাহীতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হওয়ায় বৃষ্টির মৌসুম বিবেচনায় এইচপির ক্যাম্প চট্টগ্রামেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জামাল বাবু।

তিনি বলেন, “এইচপির ক্যাম্পটা চট্টগ্রামেই চলমান থাকবে। এখন যেহেতু বৃষ্টির একটা প্রভাব দেখা যাচ্ছে, তাই আমরা রাজশাহীতে যাব না। চট্টগ্রামে পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো, তাই বৃষ্টি হলেও বেশি সমস্যা হবে না। ‘এ’ দলের পাশাপাশি এইচপির জন্যও ম্যাচগুলো অনেক কাজে দেবে আশা করি।”

এদিকে, অস্ট্রেলিয়া সফরের সম্ভাব্য ক্রিকেটাররা শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। সকালে রানিং সেশন সারেন আফিফ হোসেন, আকবর আলি, হাসান মাহমুদ ও রেজাউর রহমান রাজারা।

গত বছর এই টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের এইচপি দল অংশ নিয়েছিল। এবার পাকিস্তানের মতো বাংলাদেশও ‘এ’ দল পাঠাচ্ছে।

অস্ট্রেলিয়ার ডারউইনে ১১ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৪ অগাস্ট। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান শাহিনসের (এ দল) মুখোমুখি হবে। টুর্নামেন্টে অতিথি দল হিসেবে নেপালও অংশ নেবে।

লিগ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালে উঠবে। টুর্নামেন্ট শেষে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের সবশেষ চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।