অপরাজনীতির কবর রচনা করতে হবে : সাতকানিয়ায় ভিপি নুর


দখলদারিত্ব, চাঁদাবাজি ও সন্ত্রাসনির্ভর রাজনীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে এক পথসভায় তিনি বলেন, “একদল যাবে, আরেকদল এসে দখল নেবে—এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। জনগণ আর দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসনির্ভর রাজনীতি চায় না।”

সাবেক এই ভিপি আরও বলেন, “যেভাবে আমরা শেখ হাসিনাকে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বিদায় করেছি, সেভাবে যেন ভবিষ্যতে আর কোনো দৈত্য তৈরি না হয়—সে জন্য সবাইকে জাগ্রত থাকতে হবে।”

কেরানীহাট হক টাওয়ার চত্বরে আয়োজিত এই পথসভায় সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি গাজী সুফিয়ান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র নেতা আনিসুর রহমান মুন্না এবং কামনুর নাহার ডলি। চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরাও সভায় অংশ নেন।