
রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে; প্রায় ৯ বছর পর জেলাটিতে এ রোগে মৃত্যুর ঘটনা ঘটল।
শনিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুদীপ্তা চাকমা নামের ওই শিশুর মৃত্যু হয়। সে সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, “ম্যালেরিয়ায় একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। অসচেতনতা এবং দুর্গম এলাকার কারণে সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। ২০১৬ সালের পর জেলায় এটিই ম্যালেরিয়ায় প্রথম মৃত্যু।”
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সুদীপ্তা প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল। শুরুতে সাধারণ জ্বর ভেবে চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার পরীক্ষা করালে তার ম্যালেরিয়া শনাক্ত হয়।
পরে অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. শওকত আকবর চৌধুরী বলেন, “শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।”
বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের সদস্য সুচিত্র চাকমা জানান, প্রথমে সাধারণ সর্দি-জ্বর মনে করায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিতে দেরি করা হয়।
একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ চাকমা বলেন, “অনেকদিন ম্যালেরিয়ায় মৃত্যুর ঘটনা না থাকায় মানুষ রোগটিকে তেমন গুরুত্ব দিচ্ছিল না। এই মৃত্যুর খবরে এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে।”
