
চট্টগ্রামের লোহাগাড়ায় ‘তৌহিদ বাহিনী’ নামে পরিচিত এক সন্ত্রাসী দলের সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ আবদুল্লাহ (২৩) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আদর্শ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, শনিবার মধ্যরাতে বড়হাতিয়ার মনুফকিরহাট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, “গোপন সংবাদ ছিল, আবদুল্লাহ চাঁদাবাজির জন্য মনুফকিরের হাটে আসবে। এর ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অবস্থান নিয়ে তাকে আটক করে।”
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আবদুল্লাহ তার অস্ত্রের তথ্য দেয়।
পরে মনুফকিরের হাটের পাশে একটি করাতকলের সামনে গাছের গুঁড়ির পাশে ঝোপের ভেতর থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং একটি দেশীয় দা উদ্ধার করা হয়।
ওসি আরিফুর রহমান বলেন, “গ্রেপ্তার আবদুল্লাহ ‘তৌহিদ বাহিনী’র ছত্রছায়ায় অস্ত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।”
বড়হাতিয়া ইউনিয়নের একজন বাসিন্দা জানান, ‘তৌহিদ বাহিনী’র সদস্যরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে।
“তারা রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে হুমকি দেয়, এমনকি অপহরণও করে। পাহাড়ে লুকিয়ে থেকে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে,” বলেন তিনি।
গ্রেপ্তার আবদুল্লাহকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
