চট্টগ্রামে ৮৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৮৬ জনের নমুনা পরীক্ষা করে এই চারজন রোগী শনাক্ত করা হয়।

রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে তিনজন নগরীর বাসিন্দা। শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১১ জনের নমুনা পরীক্ষায় ৩ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ২ জনের পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট ১৯৭ জনের করোনা শনাক্ত হলো। জেলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা আটজন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।”