
চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাটে রাস্তা ও ফুটপাত দখল এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের অভিযোগে আট ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আট ব্যক্তিকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
নির্বাহী হাকিম নজরুল ইসলাম বলেন, “বিবিরহাট বাজারের বিভিন্ন রাস্তা ও গলি দখল করে ব্যবসা পরিচালনা এবং যত্রতত্র গাড়ি পার্কিং করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। এ অপরাধে দণ্ডবিধি অনুযায়ী আট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনার সময় ফটিকছড়ি থানা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।
