মোরশেদ খানের পিএস মোশারফ কারাগারে

চট্টগ্রাম: আত্মসমর্পণের পর সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানের ব্যক্তিগত সহকারি (পিএস) মোশারফ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।

মোশারফ উদ্দিন (৪২) চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খন্দকার পাড়া নুরুজ্জামান নাজির বাড়ির কামাল আহমদের ছেলে। সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বিএনপি নেতা মোরশেদ খানের ব্যক্তিগত সহকারি (পিএস) হিসেবে কাজ করছিলেন মোশারফ উদ্দিন।

চট্টগ্রাম মহানগর পুলিশের চান্দগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই মো. মনসুর বলেন, গত ৩১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানাধীন মোহরা ওয়াসা সড়কের মোড়ে মো. আজিজ নামের একজনের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় মোশারফসহ ১৬ জনকে আসামি করা হয়েছিল। এই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে মোশারফকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।