বসতঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের


চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বসতঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল আজিজ (৪৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এ ঘটনার পর সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, রোববার বিকালে আজিজ বাড়ির পাশে রাউজান্যা পাড়া এলাকার একটি বসতঘরে বিদ্যুৎ-সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত ১১ হাজার ভোল্টের তারে লেগে গেলে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবদুল আজিজ আমিরাবাদ ইউনিয়নের দরজিপাড়া এলাকার মৃত মো. হাসানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, লোহাগাড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ রফিকুল ইসলাম খান বলেন, “বিষয়টি কেউ আমাদের অবগত করেনি।”