
খাগড়াছড়িতে ‘জুলাই শহীদদের’ স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের জন্য দোয়া করা হয়।
জেলা পরিষদের সদস্য মনজিলা ঝুমা, পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং ছাত্র প্রতিনিধি মো. জাহিদ হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় চার শতক জায়গার ওপর স্মৃতিস্তম্ভটি নির্মিত হবে।
ছাত্র প্রতিনিধিরা বলেন, “জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা তা এখনও পূরণ হয়নি। তবে এই ভিত্তিপ্রস্তরের মাধ্যমে কিছু কাজের সূচনা হলো।”
