সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, ‘পরিকল্পিত হত্যার’ অভিযোগ ভাইয়ের


চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এক প্রবাসী ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন। তবে এটিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ তার পরিবার; তাদের অভিযোগ, এটি একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।

রবিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুদ্দিন রুবেল (৪৫) নামের ওই প্রবাসীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, প্রায় দুই সপ্তাহ আগে হাটহাজারীর জাগৃতি ক্লাবের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল রুবেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিহতের ভাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার গিয়াস উদ্দিন এটিকে হত্যাকাণ্ড দাবি করে বলেন, “আমার ভাই ওখানে দাঁড়িয়ে ছিল, উল্টো পথে এসে তাকে ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা করেছি। প্রশাসনের প্রতি অনুরোধ, তারা যেন এ ঘটনার উপযুক্ত আইনগত ব্যবস্থা নেন।”

সোমবার আছরের নামাজের পর উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে রুবেলকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে রাউজান (গহিরা) হাইওয়ে থানার ওসি মাহমুদউল্লাহ বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় সে অনুযায়ী লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি জানান।