
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে প্রায় তিন ঘণ্টার এ অভিযানে রোগীদের খাবার সরবরাহসহ বিভিন্ন সেবা খাতে অনিয়ম ও অসঙ্গতি পেয়েছে সংস্থাটির একটি দল।
অভিযান শেষে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পেয়ে এখানে অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে আমরা রোগীদের খাবার সরবরাহ, ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম পেয়েছি।”
তিনি জানান, হাসপাতালের গুদামে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে রাখা ওষুধই রোগীদের দেওয়া হচ্ছিল। এ ছাড়া রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিয়েও অভিযোগ পাওয়া গেছে।
দুদকের দলটি হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ বেশকিছু ওষুধ জব্দসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. জায়নুল আবেদীন বলেন, “হাসপাতালে ডাক্তাররা নিয়ম মেনেই ডিউটি করেন। গুদামে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার কথা না, হয়তো রোগী কম থাকায় কিছু ওষুধ সরবরাহ হয়নি, এমন হতে পারে।”
তিনি আরও বলেন, “দুদক তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাসপাতালে এসেছে। তারা যেসব তথ্য ও কাগজপত্র চেয়েছে, সবই সরবরাহ করা হয়েছে। কোনো অসঙ্গতি থাকলে তা শোধরে নেওয়া হবে।”
