
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অবশেষে ধরা পড়েছে বহু মামলার পলাতক ও চিহ্নিত মাদক কারবারি মো. নজরুল ইসলাম। তার বিরুদ্ধে রাজধানী ঢাকা থেকে শুরু করে কক্সবাজার, বান্দরবান ও রংপুরে মোট ৯টি মামলা রয়েছে।
মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কেরানীহাটের হোটেল আল আকসার দক্ষিণ পাশে হাজী বেলাল টাওয়ারের সামনে অভিযান চালায় পুলিশের একটি দল। সেখান থেকে ২৫ পিস ইয়াবাসহ নজরুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ধারণা, সে সময় নজরুল মাদক বিক্রির জন্য সেখানে অবস্থান করছিল।
গ্রেপ্তার ৩৯ বছর বয়সী নজরুল ইসলাম সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার হাজী বেলাল সওদাগরের ছেলে।
ওসি জাহেদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারের পর থানায় তার তথ্য ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে (সিডিএমএস) যাচাই করা হলে দেখা যায়, সে একজন চিহ্নিত মাদক কারবারি এবং একাধিক মামলার পলাতক আসামি।”
পুলিশ জানায়, নজরুলের বিরুদ্ধে ঢাকার বংশাল, শাহবাগ ও হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়া কক্সবাজারের চকরিয়া ও ঈদগাঁও, বান্দরবান, রংপুর এবং সাতকানিয়া থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। নজরুলের অপরাধের ধরন দেখে বোঝা যায়, মাদক ব্যবসা এখন একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা এই চক্র ভেঙে দিতে বদ্ধপরিকর।”
এই ঘটনায় নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
