রাঙ্গুনিয়ায় প্রবাসীদের অনুদানে মাদ্রাসা নির্মাণ, খাদ্যসামগ্রী বিতরণ


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার নতুন ভবন নির্মাণে অনুদান এবং হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ওমান প্রবাসীদের একটি সংগঠন।

মঙ্গলবার “রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ, ওমান” এর পক্ষ থেকে উপজেলার পোমরা জামেউল উলুম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য সিমেন্ট হস্তান্তর করা হয় এবং গুনগুনিয়া বেতাগী এলাকায় জেলেপাড়ার গরিব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

পরিষদের নেতারা দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মারফাতুন্নুরের হাতে নতুন ভবন নির্মাণের জন্য প্রথম ধাপে ১১০ বস্তা সিমেন্টের ক্রয় রশিদ তুলে দেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ এই উদ্যোগকে শিক্ষা ও সমাজ উন্নয়নে প্রবাসীদের অঙ্গীকারের ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে বর্ণনা করেছে।

এর আগে সকালে গুনগুনিয়া বেতাগী গুলজার-এ-মদিনা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জেলেপাড়ার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ খলিলুর রহমান, মহাসচিব মোহাম্মদ এমরান হোসাইন পিয়ারু, উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী, ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাসান, সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী শাহ্ নেছারী, পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ এবং যুগ্ম মহাসচিব মুহাম্মদ সেকান্দর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের নেতারা জানান, প্রতিষ্ঠার পর থেকেই “প্রবাসী কল্যাণ পরিষদ ওমান” বিভিন্ন মানবিক, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।