হাটহাজারীতে এক দিনের ব্যবধানে আরেক প্রবাসীর মৃত্যু


চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এক প্রবাসীর মৃত্যুর এক দিনের ব্যবধানে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক প্রবাসী।

মুহাম্মদ ছালেহ জঙ্গি মাসুদ (৪৪) নামের ওই ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত মাসুদের পরিবার জানায়, সংযুক্ত আরব আমিরাতের এই ব্যবসায়ী ছুটি কাটাতে গত ২৫ মে দেশে আসেন। গত শনিবার তিনি হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মাসুদ হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের কাঁটাখালিকুল এলাকার কালা মিয়া সওদাগর বাড়ির প্রয়াত আবুল বাশারের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. জাহেদ হোসেন জানান, বিদেশ থেকে মাসুদের দুই ভাই ফেরার পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে রবিবার গভীর রাতে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের দুবাই প্রবাসী সাইফুদ্দিন রুবেলও (৪৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন।