নারায়ণগঞ্জ : শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের জানাজায় শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। যাওয়ার পথে বনানী এলাকায় আইভীর সরকারি জিপের বাম পাশের পেছনের একটি চাকার ছয়টি নাট খুলে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান আইভী।
বৃহস্পতিবার সেই ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) নির্বাহী প্রকৌশলী আজগর হোসেনকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- সহকারী সচিব আবুল বাশার, মেয়রের পিএ টু আবুল হোসেন ও সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত (যান্ত্রিক) রাশেদ মোল্লা।
এনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক বলেন, “তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব।”
এ ব্যাপারে জেলার পুলিশ সুপার মঈনুল হক বলেন, “আমাদের অফিসাররা বিষয়টি তদন্ত করছেন। মোটর ভেহিক্যাল যারা এক্সপার্ট রয়েছেন তাদের মতামত নিতে হবে।”
