সরকারি কর্মকর্তাদের ঘুষ না নেওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার


সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির মতো অনৈতিক কর্মকাণ্ড পরিহার করে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন।

বুধবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খালেদ হোসেন বলেন, “ঘুষ ও দুর্নীতি সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। একজন সরকারি কর্মকর্তার প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে সেবা দেওয়া, হয়রানি নয়। যারা ঘুষ নেয়, তারা শুধু নিজেদের চারিত্রিক অবক্ষয় ঘটায় না, বরং রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটায় এবং জনগণের বিশ্বাস হারায়।”

ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

এর আগে সকালে তিনি সাতকানিয়া থানা পরিদর্শনে যান এবং পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ গ্রহণ করেন। থানার জরাজীর্ণ ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “সাতকানিয়া থানার ভবন সংস্কারের প্রয়োজন রয়েছে। আমি বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব। পাশাপাশি থানার মসজিদ সংস্কারেও উদ্যোগ নেওয়া হবে।”

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর সাবেক পৌর আমির এম ওয়াজেদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সেনা ও পুলিশ কর্মকর্তারা।

সভা শেষে উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।