হাটহাজারীতে জুতার কারখানার গুদামে আগুন


চট্টগ্রামের হাটহাজারীতে একটি জুতার কারখানার গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার দুপুরে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের খিল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ‘জিয়াংচেং সুজ কোং (বাংলাদেশ) লিমিটেড’ নামের ওই কারখানার গুদামে হঠাৎ আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ও বায়েজিদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, “স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।”