বন্দর নগরীর ফুটবলে ঐক্যের ছোঁয়া, একই জার্সিতে মাঠে নামবেন রেফারিরা


বন্দর নগরীর ফুটবল মাঠে রেফারির বাঁশির শব্দ মানেই টানটান উত্তেজনা। সেই উত্তেজনাপূর্ণ খেলাকে নিরপেক্ষভাবে পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের পেশাদারিত্ব ও মনোবল বাড়াতে এক দারুণ উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। নগরীর ৯০ জন নিয়মিত রেফারিকে দেওয়া হয়েছে নতুন ডিজাইনের আকর্ষণীয় অফিসিয়াল টি-শার্ট।

বুধবার (১৬ জুলাই) এক উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই টি-শার্ট উন্মোচন ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আর কে ডিজিটালের স্বত্বাধিকারী নজরুল কবির দীপু। তাঁর আর্থিক সহযোগিতাতেই রেফারিদের জন্য এই অফিসিয়াল টি-শার্টগুলো সৌজন্য হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নতুন টি-শার্ট উন্মোচন করেন অতিথিবৃন্দ। এরপর একে একে ৯০ জন রেফারির হাতে তাদের নতুন টি-শার্ট তুলে দেওয়া হয়, যা তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন বলেন, “ফুটবল খেলার মাঠে রেফারিরা হলেন বিচারক। তাদের কাজ অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। এই নতুন ও অভিন্ন পোশাক নিঃসন্দেহে মাঠে তাদের পরিচিতি ও আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

বিশেষ অতিথি একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবির দীপু বলেন, “খেলার মাঠে খেলোয়াড়রা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রেফারিরাও অপরিহার্য। তাদের অবদান প্রায়শই পর্দার আড়ালে থেকে যায়। আর কে ডিজিটাল এবং একুশে পত্রিকার পক্ষ থেকে আমরা সব সময় ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকতে চেষ্টা করি। রেফারিদের জন্য এই সামান্য উপহার দিতে পেরে আমি আনন্দিত। আশা করি, এটি তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।”

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন বলেন, “আমাদের সময়ে এমন সুযোগ-সুবিধা ছিল সীমিত। বর্তমান রেফারিদের জন্য এমন উদ্যোগ তাদের আরও ভালো কাজ করতে প্রেরণা দেবে। সভাপতির দক্ষ নেতৃত্ব এবং নজরুল কবির দীপুর মতো ক্রীড়ানুরাগীদের সমর্থনে আমাদের অ্যাসোসিয়েশন আরও এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহা, দপ্তর সম্পাদক আবদুল মুহিত মল্লিক সৈকত এবং নির্বাহী কমিটির সদস্য খোরশেদ আলম, নুরুল আফসার, গোলাম মাওলাসহ অ্যাসোসিয়েশনের সকল স্তরের নিয়মিত রেফারিরা। তাদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপুর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানটি রেফারিদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়। এই উদ্যোগের ফলে চট্টগ্রামের আগামী ফুটবল লিগ ও টুর্নামেন্টগুলোতে রেফারিদের একই ধরনের পোশাকে দেখা যাবে, যা স্থানীয় ফুটবলের পেশাদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।