অপহরণের পর নিহত সোহেলের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি


খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের পর হত্যার শিকার মাদরাসাছাত্র মো. সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে একটি প্রতিনিধি দল সোহেলের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দেয়।

এর আগে গত ৪ জুলাই নিখোঁজ হওয়ার ১২ দিন পর বুধবার মানিকছড়ির একটি ছড়া থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্র সোহেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে যৌথবাহিনী। সে উপজেলার গোরখানায় শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ছিল।

এ ঘটনায় নিহত সোহেলের নানা আব্দুর রহিম গত ১১ জুলাই পাঁচজনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় চারজন আসামিকে গ্রেপ্তার করে।

সোহেলের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির নেতারা এ ঘটনার নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। তারা এ ব্যাপারে পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা।