চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসকের স্ত্রী সানজিদা হোসেনের ইন্তেকাল


চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর স্ত্রী সানজিদা হোসেন (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকালে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বাদ আছর বাঁশখালী পৌরসভার ভাদালিয়া ১ নম্বর ওয়ার্ডের রুহুল্লাহ্ পুকুর পাড় জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নূরুল্লাহ নূরী চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের আগে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক, বান্দরবানের উপ-পরিচালক (স্থানীয় সরকার), চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং থানচি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।