ছেলের হাতে বাবা খুন, অভিযোগ ফটিকছড়িতে

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি পুকুর থেকে মো. এনাম (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব-ফরহাদাবাদ গ্রাম থেকে লাশটি উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে মো. মোবারক হোসেনসহ পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মোবারক হোসেন তার বাবা নিখোঁজ হয়েছেন বলে প্রচার শুরু করেন। এক পর্যায়ে তিনি প্রতিবেশীরা তার বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ তোলেন এবং তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। তার এমন আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে এনামের লাশ উদ্ধার করি। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত ছেলে মোবারককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, কন্যা ও শ্যালককেও থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত এনাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। সন্তানদের বিরুদ্ধে তার যত্ন না নেওয়ার অভিযোগও রয়েছে।

প্রতিবেশীরা এ ঘটনায় হতবাক। তাদের ভাষ্যে, এনাম একজন ভালো ও পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের হাতেই তার এমন পরিণতি হয়েছে বলে তারা সন্দেহ করছেন।