ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরহাম নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং গ্রামে এই শোকাবহ ঘটনা ঘটে।

নিহত শিশু আরহাম ওই এলাকার তোফায়েল আহমেদ সুফির বাড়ির মোহাম্মদ ফোরকান উদ্দিনের একমাত্র পুত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। খেলার ছলে একপর্যায়ে সে হাঁটতে হাঁটতে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন আরহামকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তারা দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “খেলতে গিয়ে শিশুটি সবার অজান্তে পুকুরে পড়ে যায়। তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।” একমাত্র সন্তানের এই আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।