সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘বিষোদগার’: চকরিয়ায় বিএনপি’র বিক্ষোভে উত্তেজনা, মঞ্চ ভাঙচুর


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার ‘বিষোদগারমূলক’ বক্তব্যের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজারের চকরিয়া। বিক্ষুব্ধ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়া পৌর সদরে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে। এ সময় এনসিপি’র একটি সভামঞ্চ ভাঙচুর করা হয়।

ঘটনার সূত্রপাত হয় আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে। কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত এক সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী তার বক্তব্যে সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে বলেন, “আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে।”

এই বক্তব্য ছড়িয়ে পড়লে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে শনিবার বিকেল চারটার দিকে শত শত নেতাকর্মী চকরিয়া পৌরশহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গা সোসাইটি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা চকরিয়ার জনতা শপিং সেন্টারের সামনে খোলা ট্রাকে এনসিপি’র সমাবেশের জন্য তৈরিকৃত মঞ্চ ভাঙচুর করে। মূলত, কক্সবাজার থেকে ফেরার পথে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের এই মঞ্চে বক্তব্য দেওয়ার কথা ছিল।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চকরিয়া পৌরশহরে সেনাবাহিনী ও চকরিয়া থানা পুলিশের একাধিক দল মোতায়েন করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, পৌরশহরের বিভিন্ন স্থানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চকরিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।