রাঙ্গুনিয়ায় মাটি কাটার গর্তে ডুবে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইটভাটার জন্য মাটি কেটে তৈরি করা জলাশয়ের পানিতে ডুবে তাহেরা বেগম (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা এলাকায় এই দুঃখজনক ঘটনাটি ঘটে। নিহত তাহেরা ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ নবাব শাহের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরা বেগম বিবাহিত ছিলেন, তবে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়শই পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন। শনিবার বিকেলেও তিনি একইভাবে বাড়ি থেকে বের হন এবং অসাবধানবশত স্থানীয় একটি ইটভাটার জন্য মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তের পানিতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ও টিম লিডার জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিকেল ৪টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় জনগণের সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টার পর আমরা মহিলার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে, আমরা মরদেহটি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের কাছে হস্তান্তর করেছি।”

তিনি আরও জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।