
চট্টগ্রামে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এক বছর পর জুবাইরুল ইসলাম নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের ফকির মিয়ার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
৩৫ বছর বয়সী জুবাইর দৈনিক জনকণ্ঠের বাঁশখালী প্রতিনিধি হিসেবে পরিচিত। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চাম্বল বাজারে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। সেদিন চাম্বল জেনারেল হাসপাতালেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় দায়ের করা মামলার ১৪ নম্বর আসামি জুবাইর। এছাড়া আরেকটি মামলায় ৪০ নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, জুবাইর সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের পর ওসি সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জুবাইরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।”
