
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১১ দিন পর সন্তোষ নাথ নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার লেলাং ইউনিয়নের লালপুল এলাকার একটি খাল থেকে ৩৫ বছর বয়সী ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ।
নিহত সন্তোষ নাথ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীমন্ত মহাজন বাড়ির পরিমল নাথের ছেলে। তিনি নিজের অটোরিকশা চালানোর পাশাপাশি ভাড়ায়ও খাটাতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালে লেলাং খালের পানিতে হাত-পা রশি দিয়ে বাঁধা একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের বাবা পরিমল চন্দ্র নাথ সাংবাদিকদের বলেন, গত ৯ জুলাই সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সন্তোষ আর ফেরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সন্তোষ অটোরিকশা ভাড়া দেওয়ার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে টাকা ধার দেওয়ার ব্যবসাও করতেন।
পরিমল নাথ বলেন, “অনেকের সঙ্গে তার টাকার লেনদেন ছিল। এর জের ধরে কোনো বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আমাদের ধারণা।”
ওসি নুর আহমদ বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা নিহতের পরিবারের বক্তব্যসহ সব বিষয় খতিয়ে দেখছি।”
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
