
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ না করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এর ‘পরিণাম ভালো হবে না’ বলেও তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন।
শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার ছিপাতলী, গুমানমর্দ্দন ও নাঙ্গলমোড়া ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মীর হেলাল বলেন, “অনেকের রোদ ভালো লাগে না, চোখ জ্বালাপোড়া করে, তাই বলে কি দুই হাত দিয়ে সূর্যকে ঢাকা যায়? তেমনি তারেক রহমান বাংলাদেশের সূর্য। ভালো না লাগলে নিজের চোখকে ঢেকে রাখবেন, উনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না। এর পরিণাম ভালো হবে না।”
২০২৪ সালের ৫ অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের কৃতিত্ব বিএনপি ও তারেক রহমানের, অন্য কোনো দলের নয় বলেও তিনি দাবি করেন।
হেলাল বলেন, “একদল বলে তাদের আন্দোলনে নাকি জুলাই আর আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে। তারা নিজেদের সুপারম্যান, স্পাইডারম্যান মনে করছে। সতেরো বছর আন্দোলন, সংগ্রাম, নির্যাতন-নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ আগস্ট এনে দিয়েছে। আর সেটির নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশনায়ক তারেক রহমান।”
প্রতিপক্ষ একটি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “তারা দেশব্যাপী চাঁদা তুলে সমাবেশ করে লোক দেখায়। বিএনপির একটি ইউনিয়নের সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী হয়, তা দেখে বিএনপির জনপ্রিয়তা বুঝে নেন। তারা জানে দেশে জাতীয় নির্বাচন হলে দশটি আসনও পাবে না, তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদারিত্ব চায়।”
বিএনপির এই নেতা আরও বলেন, “তারেক রহমান সংযম রাখতে বলেছেন, কিন্তু সংযমেরও একটা বাঁধ আছে।”
ছিপাতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্য সচিব অহিদুল আলম এবং উত্তর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।
বক্তব্য শেষে মীর হেলাল তিন ইউনিয়নের নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ ফরম তুলে দেন।
