
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের সাঙ্গু গ্যাস ফিল্ড সড়কের প্রবেশমুখ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ভোরে কোনো ভারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন জানান, আজ ভোরে মহাসড়কের ওপর একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। লাশটির কোমরের ওপরের অংশ এবং মুখ থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে, ভোর সাড়ে পাঁচটার দিকে কোনো দ্রুতগামী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
