কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এয়াছিন গাজী নামের এক ট্রাক চালক নিহত হয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ দক্ষিণ বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার।

নিহত এয়াছিন গাজী (৫১) যশোর জেলার কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের গাজি বাড়ির হারুন গাজির ছেলে।

সার্জেন্ট সোহেল সরকার বলেন, শুক্রবার ভোরে ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। মহাসড়কে আগে থেকে সড়কের ওপর একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটি সজোরে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালক এয়াছিন গাজি মারা যায়। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।