চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় সন্দেহভাজন পাঁচ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জানিয়ে দেশের সব স্থল ও বিমানবন্দরে এ বার্তা পাঠানো হয়।
আসামিরা হলেন- মুছা, রাশেদ, নবী, শাজাহান ও কালু। গত ৫ জুন সকালে মিতু হত্যার ঘটনায় তারা জড়িত আছে বলে তদন্তে উঠে এসেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, পাঁচ আসামি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য স্থল ও বিমানবন্দরগুলোকে বার্তা পাঠানো হয়েছে।
